করোনা মহামারিতে আলেমদের অবদান। কোভিড ১৯ Covid-19
ছবির এই মানুষটিকে চিনতে পারছেন?
তিনি হচ্ছেন মাওলানা মাহমুদুল হাসান গুনবী। করোনা মহামারির প্রথম দিকে যখন সন্তানরা কোভিডে পজিটিভে মৃত্যুবরণকারী পিতামাতার লাশের কাছে যখন যেতে ভয় পাচ্ছিলো, কোন কোন গোরস্থানের লাশ দাফন পর্যন্ত করতে বাঁধা দেয়া হচ্ছিলো, তখন এই মানবহিতৈষী আলেম তার টিম নিয়ে ছুটে বেরিয়েছেন আর্তমানবতার সেবায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অচেনা অজানা মানুষের লাশ গোসল, জানাজা , কবরোস্থ করেছেন কোন প্রকার বৈষয়িক শর্ত ছাড়াই।
আরও শুনতে পাচ্ছি এই মাওলানার হাতেই ইসলাম গ্রহণ করেছিলেন শহীদ ওমর ফারুক ত্রিপুরা। এছাড়া তিনি মাসের পর মাস কাটিয়ে দেন, রহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চলে দাওয়াহ ও জনসেবামূলক কাজে।
দুঃখের বিষয় হচ্ছে মাওলানা গুনবী আট দিন যাবত নিখোঁজ। কোথাও তার সন্ধান নেই। মানবাধিকার সংগঠনগুলোকেও তাঁর ব্যাপারে নিরব ভূমিকা পালন করতে দেখছি, যা দুঃখজনক। আশা করবো তারা এগিয়ে আসবেন। কোন প্রকার রেসিস্ট আচরণ হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো কাছে কাম্য নয়।
No comments